গুফো
ঋষভ ইদানীং হাঁটতে পারে না । গুফোটা প্রবল যন্ত্রণা দেয়। ক্যাথালিক
উনামুনো বলেছিলেন তোমার স্ত্রীর পায়ে ব্যথা লাগলে তোমারও লাগা উচিত ।রাতে প্রচণ্ড
ব্যথা হয় পা টায় ।গুফো টা বেরিয়ে আসতে চায়।প্রসব হতে চায়। নম্রতা টু শব্দ করে না। পাশ ফিরে
শোয়। বাচ্চার মুখে ফিডিং বোতল গুঁজে দিয়ে বলে ছেলেটা যখন হল তখনতো পাত্তাও দাওনি, আর
এখন সেবা চাইছো!
গুফোটা লাফায়, শ্যাম্পেন খায় ,পার্টি
দেয়।
ঋষভ ইজি চেয়ারে বসে দেখে নখ দিয়ে খুঁটে খুঁটে একটা গোটা নদীর খোলস
ছাড়িয়ে ফেলছে নম্রতা । ওদের সম্পর্ক। গুফোটা
ভীতু। ঋষভ রাতে বাঘ হলে ও বুলাদি।
গুফোটা আর নেই। অপারেশনে
প্রসবিত। ঋষভ এখনো হাঁটতে পারেনা। ইজি চেয়ারে । একা। অভ্যাসের থার্ড ল
No comments:
Post a Comment