।। বাক্‌ ১১৯ ।। বিপাসা গোল্ড ।।



ধুলোর আসমা


খোলা গন্ধের বিদিশা আমায় ডাকে
আমি খুলে নেব ঘাসেদের শিরদাঁড়া
আঙুল তো নেয় বুঝে টিয়াটির জল 
জানি লাল টিপে নামতার ধোঁয়া ওঠে 
ঢেঁকুরে ঢেঁকুরে ডুবে যায় কিতকিত 
উপাধি বদলে ঝিঁ ঝিঁ তুমি শিখে নাও 
ধুলোর এবং ভীষণের কাছে আছে 
আজানের ঝুল ভাঁজ করে নাও আলো 
আমিতো আলোয় ভিজে আসা নিমগান.....


  
চিত্রঋণ - marcel  

No comments:

Post a Comment