ছবি - Marcel Caram |
তোমাকে বহুদিন দেখি না
সেবারে যখন মন্বন্তর দেখা দিলো
তখন তুমি বেশ তাগড়া জোয়ান
জাপানে বোমা পড়লো
আর চালের দাম বাড়লো
ব্রাহ্মণরা পর্যন্ত আধপেটা খেয়ে
ওলা ওঠা গ্রামকে গ্রাম ধ্বংস করে দিলো
তারপর কেমন কেমন করে যুদ্ধ থেমে গেলো
বড় বড় সব চুক্তি হলো
এদেশের সীমানা ওদেশের হয়ে গেলো
অবরোধ চললো বহুদিন
একটা আস্ত দেশ ভেঙে দু-টুকরো হয়ে গেলো ..
নেতারা চাইলো রক্তপাতহীন পার্টিশান
হলো তার উল্টোটা
দলে দলে হিন্দুর গলা কাটলো মুসলমানেরা
আর মুসলমানদের রক্তে গঙ্গা বয়ে গেলো
পেশোয়ার এক্সপ্রেস ফিরে এলো লাশের মিছিল নিয়ে
এসব এখন গবেষণার বিষয়বস্তু
বুদ্ধিজীবীরা দেশভাগের নাড়ি-নক্ষত্র নিয়ে
গবেষণা করছেন
সাব-অল্টার্নরা এতো রক্তপাতের কারণ খুঁজছেন
এসব তো গেলো অনেক আগের কথা
তারপর নতুন যে দুটি দেশ তৈরী হলো
তাদের আশেপাশে আরো বহু জাতি নিজেদের ভূখণ্ডের জন্য লড়ছে
পাকিস্তানের দুই অংশে চললো দুই নীতি
পশ্চিম পাকিস্তানিরা পূর্ব বাংলার রক্ত চোষা শুরু করলো
এমনকি তাদের মুখের ভাষাও বদলে দিতে
চাইলো-
চললো আন্দোলন
ভাষা থেকে স্বাধিকার তার পর স্বাধীনতা
পূর্ব বাংলার বড় বড় নেতারা স্বাধীনতার শপথ নিলো
শেখ মুজিবর রহমানের ৭ ই মার্চের ভাষণ
তারপর ২৬ মার্চ , স্বাধীনতা ঘোষণা
এসবতো এখন ইতিহাস যারা বলেছিলো এ দেশ তাদের নয়
তারা অনেকেই আজ দণ্ডিত
এখন নতুন নতুন কথা হচ্ছে
ডিজিটাল বাংলাদেশ , রোবটের দুনিয়া
তুমি তার মধ্যেও অগ্রহায়ণের ভোরে
লাঙ্গল কাঁধে নিয়ে ক্ষেতে যাচ্ছ
সেখানে নতুন ধান কাটা শেষে আলু বুনছো
হাতের আঙুলে কড়াপরে গেছে
তোমারও স্মার্ট কার্ড হয়েছে
চোখের আইরিশ দেখে বলে দেয়া যাবে তুমি জঙ্গি না ফেরারি
এখন তোমার বয়স হয়েছে
চোখে ভালো দেখতে পাও না
হাতে লাঠি নিয়ে বাড়ির দাওয়ায় দিন -রাত বসে থাকো
পুকুরের ধারে বকুল গাছ থেকে ফুলের গন্ধ ভেসে আসে
ইচ্ছে করে পাখির মতো ডানায় ভর করে উড়ে বেড়াতে
এখন আর সারসের দেখা পাওয়া যায় না
তুমিও নিজের জন্য মাটি খুঁড়ছো
তিন হাত জমি খোঁড়া কত যে কঠিন !
No comments:
Post a Comment