ভাঁজ, ভাজক ও শশীকলা
এঁটো শীত নরম করছে
চাঁদ
ছায়া কীর্তন বোড়া যতদূর
ডোম ঋতুর পাশে হলুদবন
জিওল ঈশ্বর
কোনোখানে গ্রামরেখা
দুলে ওঠছে মূর্তির ভাঁজ,ভাজক ও শশীকলা
একেকটা লুকোনো মানুষ আয়রন করছে রক্ত
আলপিনে টাঙ্গানো সুখ
হুক করা ডায়েরি
তারপর পাখিদের হাতবদল
গানের সিম্ফনি জুড়ে কব্জির ক্লিক
বাঁশির ভেতর সাঁতার কাটছে ছেলেটি
রিমাকে একটুও দেরি হয়নি বলে
আদতে বোতলের বোতামে ঝুলে আছে ক্রাইসিস
ছায়া কীর্তন বোড়া যতদূর
ডোম ঋতুর পাশে হলুদবন
জিওল ঈশ্বর
কোনোখানে গ্রামরেখা
দুলে ওঠছে মূর্তির ভাঁজ,ভাজক ও শশীকলা
একেকটা লুকোনো মানুষ আয়রন করছে রক্ত
আলপিনে টাঙ্গানো সুখ
হুক করা ডায়েরি
তারপর পাখিদের হাতবদল
গানের সিম্ফনি জুড়ে কব্জির ক্লিক
বাঁশির ভেতর সাঁতার কাটছে ছেলেটি
রিমাকে একটুও দেরি হয়নি বলে
আদতে বোতলের বোতামে ঝুলে আছে ক্রাইসিস
No comments:
Post a Comment