।। বাক্‌ ১১৯ ।। সুকান্ত সিংহ ।।






লৌকিক

মৌচাকে দ্বিধাহীন মিশে থাকে
অচেতন পরাগসংযোগ
 

আত্মভুক মধ্যরাত থেকে
 
শিৎকার নয়
ভেসে আসছে লেবুপাতার গন্ধ

আর
 

একজন মউল সারারাত ধরে
কণ্ঠ থেকে নামাতে চাইছে
 

বাঘের গর্জন


No comments:

Post a Comment