দুটি কবিতা : দূর্বাদল মজুমদার
সলিল চৌধুরী
মাইফেলে ন'ধর জমছে আর থৈ থৈ চাঁদ স্ক্রিনশটে একা
যাচ্ছ তো যাও!
থাকো।
জমানো আঁচে উথলে উঠুক
একআধটুকু বাঁচা।
মাইফেলে ন'ধর জমছে আর থৈ থৈ চাঁদ স্ক্রিনশটে একা
যাচ্ছ তো যাও!
থাকো।
জমানো আঁচে উথলে উঠুক
একআধটুকু বাঁচা।
আড়মোড়া দেয় রোববার
দুধকফির গাঢ় সময়
টলটল করছে চোখে।
দুধকফির গাঢ় সময়
টলটল করছে চোখে।
গলাছোড় আগুনফাগুন হৃদ্গান এখনো গাও!
এরকম তো কতই
"ফিটোলি আন্ধারিরে আকাশ ফুটিলা"
খেলামেখলা চাঁদবাঁধানো চর্যায়
নিজন মোরাম হাঁটে
"ফিটোলি আন্ধারিরে আকাশ ফুটিলা"
খেলামেখলা চাঁদবাঁধানো চর্যায়
নিজন মোরাম হাঁটে
সাঁওতালপাড়ায় নিরপেক্ষটুপি খোলে
একলা চাঁড়াল
একলা চাঁড়াল
বোমাতন্ত্রের দেশে পুড়তে পুড়তে এসোনা। সোনা
একটি পাঠ প্রতিক্রিয়া
হাজার শব্দের আয়নায় একটা
শীতকাল ফেরে
দিনকাটে আঊষে-পউষে
তামান্না ধরে এই চালবোলে শীৎকে উঠি
অমিতাভ দিনকাল পড়ে ভারতবর্ষের জল প্রহরাজ হয়ে চিন্ চিন্ করে
তামান্না ধরে এই চালবোলে শীৎকে উঠি
অমিতাভ দিনকাল পড়ে ভারতবর্ষের জল প্রহরাজ হয়ে চিন্ চিন্ করে
কত ব্যথা, শিকরচলন, যেন শিকঞ্জের দিকে গুমশুম।
তাকে কি পাখি বলা যায়!
আন্না আন্না করে কালিঝুলি মেখে থাকে চোখ।গেলাসে গেলাস
ঠোকে কত বিষমমেরুর ছায়া।কত বল্লরী হাসে হেসে ওঠে
No comments:
Post a Comment