সোনালি পাঁজর
তারপর
একটি দ্রাবিড় বিকেল দেখা হয়
কবুতর ও কবিতার মধ্যেকার গ্রিল
মেটেরং রক্তমাংসের বাগান এই সব
অথচ মেঘ ডাকলেই
বনের ভিতর বৃষ্টির ভাণ পড়ে থাকে
কবুতর ও কবিতার মধ্যেকার গ্রিল
মেটেরং রক্তমাংসের বাগান এই সব
অথচ মেঘ ডাকলেই
বনের ভিতর বৃষ্টির ভাণ পড়ে থাকে
ভাবা
যায় সোনালি পাঁজর
কিভাবে গান তুলে রাখে মাংসগুচ্ছে
শস্য কি তবে শিথিল
খাড়া করা শ্যামলী
অমল মেয়েমুহুর্ত পাই কোথা
এত কি আর তৎসম আলো গলায় আটে
কেবল মিথের কৌটোয়
সংক্ষেপে মিথুন পড়ে আছে
কিভাবে গান তুলে রাখে মাংসগুচ্ছে
শস্য কি তবে শিথিল
খাড়া করা শ্যামলী
অমল মেয়েমুহুর্ত পাই কোথা
এত কি আর তৎসম আলো গলায় আটে
কেবল মিথের কৌটোয়
সংক্ষেপে মিথুন পড়ে আছে
দ্রাবিড় বিকেলে একটা দেয়াল খোলা থাক
ReplyDeleteভালো লাগলো।
ReplyDeleteValo laglo
ReplyDeleteবেশ ভালো লাগল
ReplyDelete'মেঘ ডাকলেই বনের ভিতর বৃষ্টির ভাণ পড়ে থাকে।'সুন্দর...
ReplyDelete