শূন্যগর্ভা
বেহেড গডেস তুমি খুন হ’লে
আমাদের গর্ভদ্বার ফেঁপে ওঠে
ছকের ভেতর আটকে পড়া কাগজ কোরা
অর্থাত্ বিশুদ্ধ হাতে
মেলোড্রামাটিক ‘ডি’ , মুঠ কর্ছি -
রক্তে নিটোল মুদ্রা টের পেয়েছো ?
কান ঘেঁষে চ’লে যাচ্ছে সংখ্যার আড়মোড়া
নিজস্ব সেলামি দাবী -
নিখিলের মিউজিকাল ইনকিলাব
অস্পষ্ট অর্বুদে সেরে উঠছে ধূপধুনো
কি প্রকান্ড শিমূল অথবা নকল কার্পাস
আমার বহুবল্লভ তপোবন নেই
আমার নিস্পৃহ কোয়াসার্ভেট ,
ফেনিল ভিড়ে শূন্যগর্ভা গডেস …
পুরুষ বিষয়ক
খড়ের মতো
মাঠভর্তি হলুদ তুহিন
দুটো পূর্ণ মৃত্যু
মাঝে ব্যগ্র ফসলচারা
খসখসে হাওয়ার দিন এলো
একটা জানলার …নানান স্থায়ী উঠোন
আকার পাল্টাচ্ছে পেলাজিক আলো
ইলাস্ট্রেশনের ফাগুন ছোপ
চিমড়ানো বীজ - জননী প্রথম লাঙল
এবং লাঙল অস্থাবর মৌমাছি
পিডোমর্ফিক সুপুরুষ |
ম্যাট্রেস ও অরণ্য
ফারাক থেকে আল্গা হচ্ছে কুমারী সুড়ঙ্গ
যতদূর এই পশলাজন্ম বেঁচে ওঠা
বিসর্গশুদ্ধে কাঠামো- রোঁয়া -
কেয়ামাতের নাবিক এখন
দেখছে কি ফসল ফুটে মৃত্যুর ধোঁয়া?
স্টর্কের সাদাপিঠ যেন ,এই বিনিময়ের নতজানু
নীল শতাব্দীর মরশুমি ইমান রক্ত হাল্লা -
পুরনো করছে সীমানার পাইনবন
বরং শীতল শাবক আমাদের
নিয়ে আসুক মুগ্ধ প্রক্ষ্বেড়ন
মৃগনাভির বিকল্প স্নান
আড়াল হ’তে স্পর্শকাতর চোখ
চোখের অতিরিক্ত চৌখুপী
জীবিত অন্ধকার, ছেঁড়া মহাদেশ
পশলা জন্মের গায়ে গায়ে মৃদু সঙ্গমহ্রেষ
ফুটিয়ে তোলা বিস্মিত এক নাবিক …
চিত্রঋণ – Henri_Rousseau_-
।।৩টি কবিতা-ই প্রজন্মের নিবিড়তায় ঘনিষ্ঠ।।
ReplyDeleteমন্তব্যের জন্য ধন্যবাদ
ReplyDeleteভিন্ন ধারার কবিতাগুলো খুব ভালো লাগল
ReplyDeleteভিন্ন ধারার কবিতাগুলো খুব ভালো লাগল
ReplyDeleteঅনেক আগের লেখা । ধন্যবাদ ভাই 😇😇😇
ReplyDelete