।। বাক্‌ ১১৯ ।। পবন বর্মণ ।।




পবন বর্মনের তিনটি কবিতা


তোমার প্রিয় ঠোঁট
ডালিমের ভিতর লুকিয়ে আছে তোমার প্রিয় ঠোঁট
ইজিক্যালটু মেপে দেখছি নিলামি প্রশ্বাস
                                  রেডিওর চামড়ায় 
ব্রেক মারছে তোমার নৈঃশব্দভাঙ্গা হাসি
টেবিলে সাজিয়ে রাখা জগন্নাথ
তোমাকে বউ ভাবতে শুরু করেছে
কারণ তুমি দিনভাঙ্গো
 
                        ঠোঁটে আপেল রেখে



অন্তরাটুকুর মাঝে
আমার আগরবাতির কাঁচাঘাম তোমার জানালায় উঁচু হয় 
তুমি শিউরে গেছো দরজায় রাখা রঙিন নোঙর দেখে
প্রজাপতি পা ফেলছে তোমার অন্তরাটুকুর মাঝে
পাশে ধরে রেখো সেই আপেলের গলন
ফুল ফোটার শব্দে ঝরে পড়বে প্রেমের চামচ
চুয়ে পড়া অনবদ্য উপায়গুলি সাজিয়ে রেখো বাতাসের সোফায়
তুমি আমাকে সকাল বলে ডাকতে পারো
তাতে ধূপধুনোয় হারিয়ে যাবে মনের টিউন
বৃত্তান্ত যেসব মনোরম আঘাত
 
পিঠা ভেঙে গড়িয়ে পড়ছে তোমার চোখে
আদরটুকু পেলে মন টুকতেও দেরি
 করবে না



উলুদের ঘর
উলুদের ধরে ধরে মা বসে আছে
                                    প্রদীপের ছায়ায়
অবশ্য টিকটিকি আর আরশোলা ছাড়া
                             কেউ মাকে চেনেই না
                  রুটি ফাঁক করে গেছে ইঁদুরে
            গর্তে জীবন কাটাচ্ছে পিঁপড়েরা
বাবার কলকব্জাহীন ঝগড়া
                           তারিখে তারিখ নিচ্ছে

পুকুরের চারপাশে আলগানো পোলতায় 
মা তেল দিয়ে ভাবছে
 
               বাবা আগুন দেবে কখন
কারণ উলু উলুরা কুঁকড়ে আছে-
                                    বাকলের ভিতর


·        চিত্রঋণ -  Vladimir Kush! 

3 comments:

  1. শেষ কবিতা টি অনবদ্য

    ReplyDelete
  2. ।।৩টি কবিতাতে-ই অমোঘে অশেষে মাখামাখি ক'রে আছে কথারা।।

    ReplyDelete