।। বাক্‌ ১১৯।। শানু চৌধুরী ।।





কীটন সিরিজ  : শানু চৌধুরী

কীটনের কবিতা


খোদাই হচ্ছে চেহারা
‘3 ages’ ভেঙে হাসছি কীটনের ছায়ায়

শ্যাডোর পৃথিবী তুলে আনা স্বচ্ছতোয়া
রুবীর বাঁকে ছুঁয়ে দিচ্ছে গণিত
কন্ডাক্টরের পরিচিত আভা

তার দিকেই জাদুকর
ফিরিয়ে দিচ্ছে না তন্দ্রার কনভয়




কীটনের কবিতা

যুদ্ধ আসলে পরাজয়
জঁরের ব্যবধানের অনুরূপ

নির্মিত চোখের আস্তাবল থেকে
ছলকে ওঠে
কীটন নামের এক মেঘ

হাস্যের ছায়াসম্মতি অবিমৃষ্য
মুছে ফেলছে হাহাকার! ঘরের
গায়ের রং…..উদ্দীপনা

আর প্রতিটা থাপ্পড় অজান্তে
নিজের দিকে নিজেকে বানিয়ে দিচ্ছে
জোকারের প্রতিনিধি





কীটনের কবিতা

‘You have Seven chances’

আমার হাতের মুঠোয় ফার্ম
প্রস্তাব ডিঙিয়ে আসছে দলশূণ্য পরাগের কয়্যার
এইটুকুই দ্যোতকসীমা…..বায়ুর
আধো বিচ্ছেদে
ফুরিয়ে আসে সন্ধ্যেখরস্রোতা শ্যাননের মাঝে

সাতটা চোখের রমণী
পরম স্নেহ থেকে তুলে আনছে
সফেদ পালকের যে আয়রনি
তার হেমন্তের প্রসাধনে গুড়িয়ে যাচ্ছে
লম্বা থাম্ব ইমপ্রেশনের মোটিভ



11 comments:

  1. অন্যরকম লাগলো। ভালো বা খারাপ বলবোনা।

    ReplyDelete
  2. জা তি স্ম রJuly 4, 2020 at 8:41 AM

    বাহ। খুব ভাল অনুবাদ গুলো

    ReplyDelete
  3. এরকম কবিতা তোমার আগে পড়িনি তবে খুব ভালো লাগল।

    ReplyDelete