।। বাক্‌ ১১৯ ।। সঞ্জীব নিয়োগী ।।




পয়েন্টব্ল্যাঙ্ক রেঞ্জের কবিতা

বজ্র-বিদ্যুৎ সহ ঝেঁপে নামছ মরুশারীরিকে
ফুটিছে স্বপ্নফুল একে একে ধীরে দশ দিকে

যে ছোঁওয়া প্রায়ই ভোলো, প্রায়ই উদাস করে
যে ছোঁয়ার স্মৃতি 
তাহারে লিখিয়া যেও নিখিল আনন্দ উপকূলে ...

নানাময় জেগে থাকা, জানো, সংখ্যা হয়না
আজ বা আজব কিছু কাল নিয়ে যেভাবে দাঁড়াও
গেছে না আসবে ভেবে থম্কে যায় দুধ

বুক থেকে নেমে আসে মৃদু হেসে অযথা বল্কল

স্মৃতির জন্য কিছু করে যেতে চাই
স্মৃতি যেন একা বাঁচতে পারে

যেটুকু ভুলের পুঁজি তা যথেষ্ট নয়

উঁকি আর ডগা খুব কাছে এসেছিল, ওইভাবে শুয়েছিল, মাঠে
বারবার হাতনেড়ে দূরে গিয়েছিল, মাঠে এসেছিল, কাছে

তাহাদের কথা আজ অনেকে ভুলেছে
ভুলেনিকো কথা শুধু তাহাদের মন

শুশ্রূষা শব্দটা বেশ ভেবেচিন্তে কেটে দিয়ে তারপর একা
মর্গ আর রাজপথে ফুল-গোছা নিয়ে
মৃত্যুর মতো কোনও মিথ্যে বসেছিল


স্নানে যদি ধুয়ে যেত স্মৃতি
বড় হাত-ধরা গুলো ড্রেন বেয়ে
কী বিষণ্ণ যাওয়া... 

সেভাবে একা ও কোনও কিনারা দুজনে
সবই কি নীরবে, কিছু উপচে যাবে না!


খুব ক্ষীণ হয়ে আছে

ধরো, এইমাত্র ধরো
কথা তো শোনো না...

সেদ্ধ ও তুলতুলে শব্দ
মনে এলে বলি

ধরো, পবিত্র পানিতে ধুয়েছি

তবু আজও নোনতা হয়ে আছে




চিত্রঋণ – Francisco_de_Goya_-_Friar_Pedro_Shoots_El_Maragato_as_His_Horse_Runs_Off

 






No comments:

Post a Comment