।। বাক্‌ ১১৯ ।। বিনায়ক দত্ত ।।


 ছবি - Johnathan Harris



চল। চল - 
পরস্পরকে কেন্দ্র
          আমাদের 
          কোনো সরলরেখা নেই

বিনিময় মূল্য –

       হলুদ ছাড়া জগত চলে না
        অথচ এই হলুদের উপর 
              সাদা খেলালে 
                    দিম 
                    দিম
              সাদা খেলালে
        অথচ এই হলুদের উপর
        হলুদ ছাড়া জগত চলে না

 নরম পাহাড়  -

      অই যে দেখতে পাও 
      দুটো পাহাড়  
      নদী ব'য়ে যায় 
      রাস্তা পড়ে থাকে 
      পাহারায় ঘাসে 
       মিহিদানা শিশু  
     ছবি  ভালোবাসে
পালক  ছাড়া  
     কাছে আর কিছু নেই
     সারাদিন আঁকে
     সারাদিন আঁকে
     সন্ধ্যে হলেই
      ঘুমিয়ে যায়


2 comments:

  1. দারুণ লাগল বিনায়ক।

    ReplyDelete
  2. দারুণ লাগল বিনায়ক।

    ReplyDelete