ছবি - Johnathan Harris |
চল। চল -
পরস্পরকে কেন্দ্র
আমাদের
কোনো সরলরেখা নেই
আমাদের
কোনো সরলরেখা নেই
বিনিময় মূল্য –
হলুদ ছাড়া জগত চলে না
অথচ এই হলুদের উপর
সাদা খেলালে
দিম
দিম
সাদা খেলালে
অথচ এই হলুদের উপর
হলুদ ছাড়া জগত চলে না
নরম পাহাড় -
অই যে দেখতে পাও
দুটো পাহাড়
নদী ব'য়ে যায়
রাস্তা পড়ে থাকে
পাহারায় ঘাসে
মিহিদানা শিশু
ছবি ভালোবাসে
পালক ছাড়া
কাছে আর কিছু নেই
সারাদিন আঁকে
সারাদিন আঁকে
সন্ধ্যে হলেই
ঘুমিয়ে যায়
কাছে আর কিছু নেই
সারাদিন আঁকে
সারাদিন আঁকে
সন্ধ্যে হলেই
ঘুমিয়ে যায়
দারুণ লাগল বিনায়ক।
ReplyDeleteদারুণ লাগল বিনায়ক।
ReplyDelete