।। বাক্‌ ১১৯ ।। শুভম মুখোপাধ্যায় ।।





হাওয়াতেই রঙিন


শীতেও গলিতে শর্ট স্কার্টের তরুণীরা থাকে
উরুর যৌনতা আর লালসার স্তাবকতা
শরীর ভাঙা দোলনার মত মাদক
বরফ গলে মেরু, তারই মাঝে লালন করে ছিন্নভিন্ন মৃত্যু

 ডিসেম্বরের সন্ধে সোফার কেকের মতোই নরম,
বিষমাখা মোমবাতির ধারালো আগুন, রক্তের উষ্ণতা প্রতিযোগিতা
যারা এতদিন বেলুন বিক্রি করে এসেছে, তারা হাওয়ার ছড়িয়ে যাওয়া বোঝেনি
হাওয়াতেই রঙিন পালক আসে শীতের সকালে
রক্ত মুছিয়ে দেয়

Top of Form
Bottom of Form


স্মৃতি

সুখ থেকে শব্দ খুলে খুলে সংসারে রাখো
মুমূর্ষু যুবতীর প্রেম পাবে ভাঙা
সিন্দুকে অদৃশ্য কানের দুল,
 সিনেমার টিকিট গন্ধে গন্ধে রক্তও পাবে,
 নির্লজ্জ প্রেমিকও পেতে পারো,
কড়িকাঠ, দুপুর যৌনতা

প্রতিটা ঘড়ি থেকে সময়গুলো
খুবলে নাও মরা মাছের দেহ
খসখসে স্পর্শ পাবে


যদিও টিপ আটা আয়নার মত সব
তবু তুমি চালাকি করে
সুখী সংসারে সাদাকালো  ছড়িয়ে দিচ্ছ

No comments:

Post a Comment