।। বাক্‌ ১১৯।। সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় ।।




সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের দুটি কবিতা


অসহ্য
ছাগলছানা জন্মেই লাফায়
দেখে মনে হয় অকারণ
কেউটের বাচ্চা জন্মের কিছু পরেই
ফণা ধরতে পারে
অশ্বত্থচারা গরমজলেও মরতে চায় না সহজে
যতো কীটদংশন, গোঁ ততো বাড়ে
গায়ে রোঁয়া রোঁয়া ধোঁওয়া
ধনুষ্টঙ্কার ও অষ্টাবক্র তখন জানালার নাম
জুতোর তিরিশ ডিগ্রি অ্যাঙ্গেল তখন ড্রামবাদকের ব্যালান্স
এরপর পরিশীলিত বললে বুঝবো চশমা
আর সান্নিপাতিক বললে অ্যান্টিক ভাস্কর্য
হাঁটুতে কনুইভর, ঈষৎ ঝুঁকে থাকা আদুল
গনগনের অন্য অন্য ফ্রিকোয়েন্সি লিখে রেখেছে
ধারণ করার আগে অব্দি বিষ কথাটা বড়ো সহজ


হ্লাদিনী
আমি সে চাতাল, যার বুকে দু'পা রেখে তুমি সূর্যাস্ত দ্যাখো
একটি একটি করে পা'দুটি, নগ্ন, উঠে আসে আমার বুকে
মড়মড় করে পঞ্জরাস্থি, সুখে
তোমার পায়ের তলায় ধকধক করতে করতে
আমার হৃদয়
স্পন্দন পাঠিয়ে দেয়
তুমি ঋতুমতী হয়ে ওঠো
আমার রুক্ষ পুরুষ বুকে তোমার আলতার দাগ আঁকা হয়



চিত্রঋণ - Bill Mayer

1 comment:

  1. ধারণ করার আগে অব্দি বিষ কথাটা বড় সহজ

    ReplyDelete