জরিপবাগানে
জরিপবাগানে এসে
ভোর
ফিরে যাচ্ছে
আমার চামড়ায়
কুঁকড়ে যাওয়া ঋতু দেখছি
বড়ো
বড়ো বোতামে আঁটা
তরল
এক দিন
আমি অনেকটা তার মতো সে
কার
কার কথায়
অনাক্রমণ রেখা বরাবর
হাঁটতে হাঁটতে
আমিই তার দ্বিধার টুকরো
জড়ো করি আর
দেখি
ব্যবহার
ভেঙে ভেঙে শরীর হয়েছে এতদূর
নতুন
সিনেমার ভেতর
নিজের
ছায়া আঁকতে আঁকতে
পায়ের
পাতার ওপর দিয়ে
চলে
যাওয়া এইসব স্পষ্ট জটিলতা...
শীতবোধ
আমি একদিন একটা লাল গাড়ি
নীল পোশাকের ভেতর
যেতে যেতে
গদ্যকবিতায় ভর্তি দেখেছি
একটা কার কব্জি
গলতে থাকা ছুরিটার পাশে
উচ্চতা আর ভীতি থেকে
সমদূরত্বে
বরাবরের এক শীতবোধ
বসে থাকে
পুরু
মাংসের ওপর
ক্যামেরায়
ভেসে ওঠা ভাঙা সময়
যেভাবে
ভাষার কাছে ঝুঁকে আসা
দৃশ্যটার
অর্ধেক গোল
আর
বাকি
অর্ধেক বাদামী...
(চিত্রঋণ – প্রদোষ পাল)
No comments:
Post a Comment